পন পাওয়ার চেস ক্লাবের নতুন ভেন্যু নারায়ণগঞ্জের রূপায়ণ টাউনে অত্যন্ত মনোরম, আনন্দঘন পরিবেশে এবং সফলভাবে আজ সমাপ্ত হলো।
বাংলাদেশ ও ভারতের দাবাড়ুদের অংশগ্রহণে আন্তর্জাতিক রাউন্ড রবীন লীগ দাবা টুর্নামেন্ট। পণ পাওয়ার চেস ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতায় কো-স্পন্সর হিসেবে ছিলেন মের্সাস একিন ওভারসিস লিমিটেড।
১৫ই আগস্ট থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী ৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় ১০ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন। টান টান উত্তেজনা এবং দাবার বোর্ডে শৈল্পিক নৈপূণ্যতা প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিটি দাবা খেলোয়ার তাদের দাবা বোর্ডে দক্ষতা দেখিয়েছেন। দাবা বোর্ডে আক্রমন, পাল্টা আক্রমনে কেটে যায় প্রতিটি দিন, প্রতিটি রাউন্ড।

উক্ত দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন-
* আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল
* মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
* ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ
* ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ
* ফিদে মাস্টার নাইম হক
* জাতীয় অনূর্ধ্ব-১০ চ্যাম্পিয়ন রায়ান রশিদ মুগ্ধ
* ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন
* ফিরোজ আহমেদ
এবং ভারত থেকে খেলতে এসেছিলেন
* শুভঙ্কর মাইতি
* শুভ্রজিৎ দে
সকল খেলোয়ার ও অতিথি
আজ ২১ আগস্ট ফাইনাল (৯ম) রাউন্ডের খেলা শেষে অত্যন্ত দক্ষতার সাথে খেলে ৯ রাউন্ডে ৭ পয়েন্ট অর্জন করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন মেহেদি হাসান পরাগ।

চ্যাম্পিয়ন ট্রফি হারে ফিদে মাষ্টার পরাগ
৯ খেলায় সারে ৭ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং-এ প্রথম রানার-আপ হবার গৌরব অর্জন করেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।

পুরষ্কার নিচ্ছে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ
৯ রাউন্ডের খেলায় সারে ৬ পয়েন্ট পেয়ে ২য় রানার-আপ হবার গৌরব অর্জন করেন আবু সুফিয়ান শাকিল।

পুরষ্কার নিচ্ছে অন্তর্জাতিক মাষ্টার আবু সুফিয়ান শাকিল
৬ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন ফিদে মাস্টার নাইম হক। সাড়ে ৫ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন ভারতের শুভ্রজিৎ দে।
পাঁচ পয়েন্ট পেয়ে ৬ষ্ট হয়েছেন রায়ান রশিদ মুগ্ধ।
সারে ৪ পয়েন্ট পেয়ে ৭ম হয়েছেন ভারতের শুভঙ্কর মাইতি। দেড় পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছেন আহমেদ ফিরোজ । ১ পয়েন্ট পেয়ে নবম হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন, এবং ১ পয়েন্ট পেয়ে দশম হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ ।

বিজয়ীদের মাঝে মোট ৪০ হাজার টাকা এবং ট্রফি সহ পুরষ্কার বিতরণ করেন পন পাওয়ার চেস ক্লাবের সভাপতি আন্তর্জাতিক মাস্টার এবং জাতীয় দাবা প্রশিক্ষক আবু সুফিয়ান শাকিল, দেশ বরেণ্য দাবাড়ু, বাংলাদেশ দাবার কিংবদন্তি মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ এবং স্বনামধন্য আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ।
উক্ত প্রতিযোগিতায় দাবাড়ুদের জন্য ছিলো উন্নত মানের আবাসন এবং খাওয়ার ব্যবস্থা। খেলার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য ঐতিহাসিক দর্শনীয় স্থান পানাম সিটি পরিদর্শন ছিলো দাবাড়ুদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।

বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায় আসন্ন অক্টোবর মাসে পন পাওয়ার চেস ক্লাব আন্তর্জাতিক মাস্টার নর্ম টুর্নামেন্ট আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ।